কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চবির ৩ শিক্ষার্থী ভেসে গেলেন, ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১২:৫৮| আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৪:২৭
অ- অ+

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে হিমছড়ি সমুদ্র সৈকতের একটি পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কেএম শাদনান সাবাব রহমান (২২)। তিনি ঢাকার মিরপুর এলাকার কেএম আনিসুর রহমানের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)। তারা একই বিভাগ ও ব্যাচের শিক্ষার্থী।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানান, চার বন্ধু একসঙ্গে হিমছড়ি সৈকতে ঘুরতে যান। এদের মধ্যে তিনজন একসাথে পানিতে নামেন গোসল করতে। হঠাৎ স্রোতের টানে তারা গভীর সমুদ্রে ভেসে যান। ফায়ার সার্ভিস এবং সি সেইফ লাইফ গার্ড উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরাও ছুটে আসছেন কক্সবাজারে।

(ঢাকাটাইমস/৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা ভীতি, শেষ পর্যন্ত মিলল না কিছুই
উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাস
দ্রুত পদক্ষেপে আলোচিত দুই খুনের রহস্য উদঘাটন, জানাবেন র‌্যাব প্রধান
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা