আজ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই টাইগারদের সামনে। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দিয়ে মাঠে নামবে মিরাজ বাহিনী।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। তার আগে আলোচনায় সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিংয়ে দারুণ অধারাবাহিক লিটন দাস। সবমিলিয়ে আজ বাংলাদেশ দলের একাদশ কেমন হবে সেটা নিয়ে বেশ আলোচনা চলছে। উইকেটরক্ষক ব্যাটার লিটন ওয়ানডে ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন। গত ম্যাচেও চার বল খেলে শূন্য–তে আউট হয়েছেন লিটন দাস।
এ ছাড়া গতকাল ম্যাচ পূর্ববর্তী অনুশীলনেও ছিলেন না লিটন। ধারণা করা হচ্ছে আজকের ম্যাচের একাদশে তিনি থাকছেন না।
প্রথম ওয়ানডেতে বোলিংয়ে সাফল্য পেয়েছিল পেস ইউনিট। ১০ উইকেটের মধ্যে ৭ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। মোস্তাফিজ উইকেট না পেলেও ৪ রানরেটে বোলিং করেছেন। ফলে দ্বিতীয় ওয়ানডেতে পেস ইউনিটে পরিবর্তন আশার সম্ভাবনা নেই। তবে স্পিন বিভাগে পরিবর্তনের সম্ভবনা রয়েছে। এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরতে যাচ্ছেন রিশাদ হোসেন।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
(ঢাকাটাইমস/৫জুলাই/এলকে)

মন্তব্য করুন