ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব

ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
শনিবার (০৫ জুলাই) রাজধানীর আগারগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।
নীরব আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে, বিএনপি তা করবে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী জুলুম-নিপীড়নের মধ্য দিয়ে পরীক্ষিত ও সুসংগঠিত। জনগণের মতামত নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।
তিনি বলেন, বিএনপি কখনো জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে।
আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, এই ঘোষণায় একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে। তারা নির্বাচন পেছাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ ও মব সৃষ্টিকারীকে প্রশ্রয় দেয় না। যারা এমন কাজে জড়িত, তারা বিএনপির কর্মী হতে পারে না।
ঢাকা ১২ আসনের শেরেবাংলা তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে লিফলেট বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
(ঢাকা টাইমস/০৫জুলাই/এসএ)

মন্তব্য করুন