‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’ সেই ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ২১:০১| আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২২:৫৩
অ- অ+

রাজধানীর খিলক্ষেতে কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যাওয়া সেই ব্যাংক কর্মকর্তা ফিরে এসেছেন।

রোববার ভোরে বাসায় ফিরে তিনি জানান, ‘মন হালকা করতে’ কুয়াকাটা গিয়েছিলেন।

খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মুশফিকুর রহমানের "পারিবারিক একটু সমস্যার কথা শুনেছি।"

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নান্নু বাসা থেকে বের হয়ে যান। বাসায় ফিরে না আসায় তার ছোট ভাই জিয়াউর রহমান খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর পুলিশ তদন্তে নামে। তার 'নিখোঁজ' হওয়ার ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

তদন্ত শুরুর পর শনিবার খিলক্ষেত থানার ওসি বলেছিলেন, “বাসা থেকে তিনি কোনো কিছু বলে বের হননি। জুম্মার নামাজের আগে বের হলেও তিনি মসজিদে যাননি। মোবাইল ফোন বাসায় রেখে গেছেন।”

তদন্ত কর্মকর্তা এসআই সালাহ উদ্দিন রাসেল শনিবার রাতে বলেছিলেন, ওই ব্যাংক কর্মকর্তার অবস্থান ঢাকার বাইরে বলে তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। এ সংক্রান্ত কিছু ভিডিও পাওয়ার কথাও বলেছিলেন তিনি।

এদিন মধ্যরাতে মুশফিকুর রহমানের ভাই জিয়াউর রহমান জানান, তার ভাই কুয়াকাটা গেছে, এটা নিশ্চিত হওয়া গেছে।

"যে লঞ্চে করে তার ফেরত আসার কথা, সেই লঞ্চে তিনি আসেননি। লঞ্চ কর্তৃপক্ষ আমার ভাইয়ের মোবাইলে ফোন করেছিলেন। কিন্তু ফোনটি বাসায় রেখে যাওয়ায় আমার আরেক ভাই রিসিভ করে বিষয়টি নিশ্চিত হয় যে তিনি কুয়াকাটায় গেছেন।"

রাতেই তদন্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। রোববার সকালে তদন্ত কর্মকর্তাকে নিয়ে সদরঘাটে ওই লঞ্চে যাওয়ার কথা ছিল বলে জানান জিয়াউর রহমান।

রোববার সকালে জিয়াউর রহমান বলেন, “আমার ভাই ভোরে বাসে করে চলে এসেছেন। তিনি স্বাভাবিক আছেন। তাকে নিয়ে এত হৈচৈ করাটা তার মনপুত হয়নি। তিনি বলছেন, 'আমি তো চলে আসব, এতো হৈচৈ করার কী আছে'।"

তবে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে আসা খবরগুলো দেখেননি বলে জানিয়েছেন।

ছেলের লেখাপড়া নিয়ে দুই দিন আগে পরিবারের সদস্যেদের সঙ্গে ‘মনোমালিন্য’ হয়েছিল বলে জানান জিয়াউর রহমান।

"মন হালকা করতেই ভাই বাসা থেকে বের হয়ে কুয়াকাটা গিয়েছিলেন বলে আমাদের বলেছেন।"

ওসি বলেন, তার চলে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ নেই; একেবারেই পারিবারিক।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা