টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎

‎টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ১৯:০৪
অ- অ+

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্টুডেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎এর আগে গত ১০ মে' কয়েকটি পত্রিকায় 'চাঁদা না পেলেই মামলা দেন তিনি' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর থেকেই সাবেক এ বিএনপি নেতা পলাতক ছিলেন।

‎তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পদে রয়েছেন।

‎পুলিশ জানায়, রবিবার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি রেস্টুরেন্ট এ অবস্থান করছিলেন জিয়াউল হক স্বপন। তার অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

‎পুলিশের তথ্য বলছে, জিয়াউল হক স্বপন পেশায় একজন আইনজীবী। তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও বিএনপি নেতাকর্মীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে আদায় করতেন মোটা অংকের টাকা। স্বপনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যার চেষ্টা মামলায় আসামি হিসেবে তার নাম রয়েছে।

‎টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। আজ তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।

(ঢাকা টাইমস/০৬জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা