নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ২০:৫০
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা' বাস্তবায়নে সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৩১ দফা রূপরেখার প্রতি জনসমর্থন সৃষ্টি এবং জনগণের মাঝে বিষয়টি তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার কর্মসূচির প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

তিনি বলেন, 'বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। আইনের শাসন নেই, জনগণের অধিকার নেই। তারেক রহমানের উপস্থাপিত রূপরেখা নতুন এক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়। এ কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের মাঝে সেই বার্তা পৌঁছে দিচ্ছি।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, জাকির হোসেন ও সোহাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, সদস্য সুব্রত কুমার খা, মুকুল হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী, যুগ্ম আহ্বায়ক মুন্সি মশিউর রহমান পলাশ।

স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদু, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মঈন হোসেন, শহিদুল ইসলাম, রতনপুর ইউনিয়ন যুবদল নেতা শামীম আহমেদ।

ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান প্রমুখ।

কর্মসূচির সময় নেতৃবৃন্দ হাটের বিভিন্ন অংশে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং পথচারীদের সাথে কথা বলেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি তুলে ধরেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, তলানিতে বরিশাল
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ
বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ
সারা দেশে জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা