গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ০০:০৩
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাঁরা গণভবন জয় করেছেন। এবার তাঁরা সংসদ ভবন জয় করতে চান।

আজ রোববার রাত সোয়া আটটার দিকে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম কথা বলেন।

নাহিদ বলেন, ‘ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। আগস্ট লক্ষ্য ছিল গণভবন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি। এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদ্যাপন হবে।

তিনি আরও বলেন, ‘গণহত্যাকারী হাসিনার বিচার চাই, চাই নতুন সংবিধান, যা জনগণের অধিকার ইনসাফ নিশ্চিত করবে। স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে আমরা মেধাভিত্তিক নতুন ব্যবস্থা গড়তে চাই।

রাজশাহীকে ঐতিহ্যবাহী নগরী উল্লেখ করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘যদি পানির হিস্যা সীমান্ত রক্ষা করতে হয়, রাজশাহী থেকেই আবার লংমার্চ শুরু হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইয়ের কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই, তাদের দেখিয়ে দিতে হবে, আগস্ট আবার মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নাহিদ আরও বলেন, ‘উন্নয়ন মানে কেবল ঢাকাকেন্দ্রিক নয়, রাজশাহীতেও শিক্ষা, শিল্প কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। এই পথযাত্রা নতুন বাংলাদেশ গঠনের যাত্রা।

সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা