ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ

প্রতারণায় মামলায় ভুক্তভোগীদের হাতে আটক আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে এম আলীকে গ্রেপ্তার দেখিয়েছি পুলিশ। লক্ষ্মীপুর থানার একটি মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়েছে ভাটারা থানা পুলিশ।
রবিবার বিকালে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এম আলীর বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় একটি মামলা রয়েছে। এ মামলায় শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে আজ তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে গতরাতে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে এম আলীকে আটক করে প্রতিষ্ঠানটি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। পরবর্তীতে ভাটারা থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এসময় ভুক্তভোগীরা থানার সামনে জড়ো হয়ে তাকে গ্রেপ্তার দেখানোর দাবী করেন। এরপর রাতেই তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এদিকে, সম্প্রতি গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ‘ধামাকা শপিং’-এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে এসব সম্পত্তি ক্রোক করা হয়। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার আল মামুনের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ জুন এই আদেশ জারি করেন আদালত।
(ঢাকাটাইমস/৬জুলাই/এলএম)

মন্তব্য করুন