৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১৬:২৯| আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৭:০০
অ- অ+

বাংলাদেশের জন্য চাপ জমছিল অনেক্ষণ ধরেই। ৩০ বল ধরে ছিল না বাউন্ডারি। এবার ওই চাপ বাড়ল আরও। আগের ম্যাচে বাংলাদেশের ইনিংসে ধস নামানো ওয়ানিন্দু হাসারাঙ্গা এবার নিজের তৃতীয় ওভারে পেলেন প্রথম সাফল্য। রাউন্ড দা উইকেট থেকে করা গুগলিতে বোল্ড হয়ে গেছেন পারভেজ হোসেন।

৬ চার ও ৩ ছক্কায় ৬৯ বলে ৬৭ রান করে ফেরেন পারভেজ।

ওভারের বাকি তিন বলে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। অল্পের জন্য আউট হওয়া থেকে বেঁচে যান তিনি। ২০ বলে ৯ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেটে ১১০ রান।

এর আগে আজ শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে লাল-সবুজবাহিনী।

প্রথম ওয়ানেডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করা তানজিদ হাসান তামিম আজ ব্যর্থ হয়েছেন। বাঁহাতি ব্যাটার সিরিজে টিকে থাকার লড়াইয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন ১১ বলে ৭ রান করে। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম উইকেট হারানোর পর নাজমুল–পারভেজের জুটিতে আশা দেখছিল বাংলাদেশ। তাও খুব বেশিদূর এগোতে পারেনি। চারিত আসালাঙ্কার বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন ১৯ বলে ১৪ রান করা নাজমুল।

(ঢাকাটাইমস/৫জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা