জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এনসিপির এক নেতা কর্তৃক গণমাধ্যমকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, 'মিডিয়াকে হুমকি ও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রবণতা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।'
নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের রক্তক্ষয়ী জুলাই ছাত্র গণঅভ্যুত্থান মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে সংঘটিত হয়েছিল। অথচ আজ সেই চেতনার আলোকে পরিচালিত হওয়ার পরিবর্তে মিডিয়াকে হুমকি দেওয়া হচ্ছে, যা সেই লক্ষ্য অর্জনের অন্তরায় ও হস্তক্ষেপের শামিল।
বিবৃতিতে তারা আরও বলেন, গণমাধ্যমের রিপোর্ট বা ভূমিকায় কেউ সংক্ষুব্ধ হলে প্রতিকারের জন্য দেশের প্রেস কাউন্সিল ও প্রচলিত আইন অনুযায়ী আদালত রয়েছে। কিন্তু সরাসরি হুমকি, মামলা কিংবা হয়রানির পথ বেছে নেওয়া দেশের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ও বিকাশের জন্য বড় বাধা।
জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে সংযত আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানান।
এর আগে মিডিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ ও সাংবাদিকদের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর শীর্ষ নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/০৭জুলাই/এসএস/এসএ)

মন্তব্য করুন