জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ২১:৪১
অ- অ+

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এনসিপির এক নেতা কর্তৃক গণমাধ্যমকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, 'মিডিয়াকে হুমকি ও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রবণতা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।'

নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের রক্তক্ষয়ী জুলাই ছাত্র গণঅভ্যুত্থান মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে সংঘটিত হয়েছিল। অথচ আজ সেই চেতনার আলোকে পরিচালিত হওয়ার পরিবর্তে মিডিয়াকে হুমকি দেওয়া হচ্ছে, যা সেই লক্ষ্য অর্জনের অন্তরায় ও হস্তক্ষেপের শামিল।

বিবৃতিতে তারা আরও বলেন, গণমাধ্যমের রিপোর্ট বা ভূমিকায় কেউ সংক্ষুব্ধ হলে প্রতিকারের জন্য দেশের প্রেস কাউন্সিল ও প্রচলিত আইন অনুযায়ী আদালত রয়েছে। কিন্তু সরাসরি হুমকি, মামলা কিংবা হয়রানির পথ বেছে নেওয়া দেশের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ও বিকাশের জন্য বড় বাধা।

জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে সংযত আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানান।

এর আগে মিডিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ ও সাংবাদিকদের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর শীর্ষ নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/০৭জুলাই/এসএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা