সাংবাদিকদের নিয়ে এনসিপি নেতার হুমকি: প্রতিবাদ ও নিন্দা জানাল বিএফইউজে ও ডিইউজে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১৭:১০| আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৭:২৯
অ- অ+

মিডিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ ও সাংবাদিকদের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর শীর্ষ নেতৃবৃন্দ।

সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ‘স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের অন্যতম মূল লক্ষ্য ছিল বাকস্বাধীনতা পুনরুদ্ধার। অথচ সেই আন্দোলনের অগ্রসেনানীদের কেউ কেউ আজ সাংবাদিকদের হুমকি দিচ্ছেন—এটি গভীর হতাশাজনক।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, রবিবার রাজশাহীতে এনসিপির এক শীর্ষ নেতা সংবাদমাধ্যমকে হুমকি দিয়েছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করে। সাংবাদিক নেতারা বলেন, ‘ওই বক্তব্যে আমরা নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। মিডিয়ার স্বাধীনতার ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘জুলাই বিপ্লবের সময় ৬০ জনের বেশি সাংবাদিক ফ্যাসিস্ট সরকারের সময় প্রাণ হারিয়েছেন, শুধু জুলাই-আগস্টেই শহীদ হয়েছেন ৬ জন। বিপ্লবের চেতনায় বিশ্বাসী কারো কাছ থেকে সাংবাদিকদের হুমকি পাওয়াটা চরম বেদনার।’

তারা বলেন, ‘মিডিয়ার ভূমিকা নিয়ে কারও অভিযোগ থাকলে তা আইন, আদালত ও প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, মব জাস্টিসের মতো হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি কখনোই মেনে নেওয়া যায় না।’

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা অতীতেও আপসহীন ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমরা হুমকিদাতার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট মহলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।

সাংবাদিক নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কারফিউ জারি
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা