গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মূল হয়নি: মোস্তফা জামাল হায়দার

গোপালগঞ্জের এনসিপির নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেছেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে, ফ্যাসিবাদী শক্তি নির্মূল হয়নি।
বুধবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়াতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য জাতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য শোনা যাচ্ছে। এটি জাতীয় ঐক্য ও বিগত দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় এসেছে তা বিনষ্ট করার শামিল। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এ ধরনের কুরুচিপূর্ণ, অসত্য আর ব্যক্তি আক্রমণ কেন্দ্রিক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ও স্লোগান সব পক্ষকেই পরিহার করতে হবে।
তিনি বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় রাজনৈতিক দলের সামনে উপস্থাপন করা হচ্ছে। সকল বিষয়ের রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারে না। যতটুকু ঐক্যমত হয়েছে তার ভিত্তিতেই জাতীয় সনদ প্রণয়ন করা দরকার।
আব্দুল হামিদ খান ভাসানীর আজীবন সহযোগী প্রখ্যাত কৃষক ও শ্রমিক নেতা নবাব আলী ছফদর খান রাজা সাহেব এর ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় মোস্তফা জামাল হায়দার আলো বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারে, তাহলে জুলাই অভ্যুত্থানের বিজয় নস্যাৎ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নবাব আলী ছফদর খান রাজা সাহেবের স্মৃতিচারণ করে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন দেখেছি নবাব আলী ছফদর খান, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিশ্বস্ত সহযোগী হিসাবে দেশের শ্রমিক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের লড়াই করে যাচ্ছেন।’
স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, মৌলভীবাজার- ২ আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, সাপ্তাহিক হক কথার সম্পাদক সৈয়দ ইরফানুল বারি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, কৃষক সমিতি কুলাউড়ার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক জিলা, সৈয়দ মুহিদ্দিন হোসেন, আব্দুল করিম কিম ও স্মরণসভা আয়োজক কমিটির সদস্য সচিব আব্বাস আলী প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫জুলাই/মোআ)

মন্তব্য করুন