চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীমকে মহাসচিব নিয়োগ দিলেন জিএম কাদের

মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ সোমবার (৭ জুলাই) শামীমকে মহাসচিব নিয়োগ দেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
জিএম কাদেরের একক ক্ষমতা নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব এবং জাতীয় কাউন্সিল ডেকে আবার তা স্থগিত করা নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে তার বিরোধের মধ্যেই মহাসচিব পদে নতুন মুখ নিয়োগ পেল।
এদিকে দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই সঙ্গে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নতুন মহাসচিব পদে নিয়োগ দেন।
এ আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দলের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছেন চেয়ারম্যান জি এম কাদের।
(ঢাকাটাইমস/৭জুলাই/মোআ)

মন্তব্য করুন