স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা

স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী এই ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। খবর রয়টার্স’র।
মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। তাদের তিনটি সন্তান রয়েছে। জোতা ও কারদোসোর সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।
বিবিসি জানিয়েছে, জোতার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জোতা ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন, ৪৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (৬১.৫ মিলিয়ন ডলার) ফিতে।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৮২টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৬৫টি গোল করেছেন এবং ২২টি অ্যাসিস্ট দিয়েছেন।
পোর্তুগালের জাতীয় দলের হয়ে জোতা ৪৯টি ম্যাচ খেলেছেন এবং দুইবার ইউরোপীয় নেশনস লিগ জিতেছেন।
পোর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম “এক্স”-এ এক পোস্টে জোতা’র মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি লেখেন, “দিয়োগো জোতা এবং তার ভাইয়ের মৃত্যু সংবাদ অপ্রত্যাশিত ও অত্যন্ত মর্মান্তিক। জোতা এমন একজন ক্রীড়াবিদ ছিলেন, যিনি পোর্তুগালের নাম বিশ্বজুড়ে গৌরবান্বিত করেছেন। তাদের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। আজ ফুটবল এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্য এক শোকাবহ দিন।”
(ঢাকাটাইমস/৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন