হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১১:০৪| আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১১:২৭
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। তারা হলেন— সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাতটার দিকে চড়িয়া মধ্যপাড়া গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিহতদের পরিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা মান্নান খন্দকারকে অটোভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে ভ্যানটি উল্টে গেলে বাবা ছেলে দুজনেই রাস্তার ওপর পড়ে যান। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর অটোভ্যানের চালক এবং ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭০ কোটি টাকা তছরুপ: ইউনাইটেড গ্রুপের সিইও শেখ ফারুক হোসেন অপসারিত
ডাইনি সন্দেহে ভারতে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা
শহীদদের মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা