জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১৩:০০
অ- অ+

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) নতুন নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সেক্রেটারি হয়েছেন আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ জাহেদ।

সোমবার আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এ কমিটি গঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

সভায় শাখা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয় ব্যালট পেপারের মাধ্যমে। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত রিয়াজুল ইসলামকে সভাপতি ঘোষণা করেন এবং সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলীম আরিফকে সেক্রেটারি এবং মোহাম্মদ জাহেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব, জবি শাখার সাবেক সভাপতি দাইয়্যান সালেহীন, হাফেজ সাজ্জাদ হোসেন, মিকদাদ হোসেন, ইকবাল শিকদার এবং সদ্য সাবেক সভাপতি আসাদুল ইসলাম।

(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা