চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৮:৩০
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিনজন শিক্ষার্থী ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। অনুদানপ্রাপ্ত ২০টি স্বল্পদৈর্ঘ্য ও ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বিভাগের শিক্ষার্থীদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘একটি সিনেমার জন্য’ ও ‘Who has made us fly?’।

‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ রয়েছেন পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে। অন্যদিকে, ‘Who has made us fly?’ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার ফিল্ম বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান। প্রতিটি চলচ্চিত্র ২০ লাখ টাকা করে সরকারি অনুদান পাবে।

এ প্রসঙ্গে প্রযোজক সাদমান শাহরিয়ার বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম আমরা সরকারি অনুদান পেলাম। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা খুবই কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যেতে পারবো।’

(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে শামীম ওসমানপন্থীদের সশস্ত্র হামলার ছবি প্রকাশ
ইতালির নাগরিক তাবেলা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
আমেরিকার নিউ জার্সিতে বিমান দুর্ঘটনা, ১৫ জন আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা