পটুয়াখালীতে ৪ কোটি টাকার চিংড়ির রেণু জব্দ

পটুয়াখালী, প্রতিনিধি,  ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ১১:২১| আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:৫৬
অ- অ+

পটুয়াখালীর টেংরাখালীতে বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।

বৃহস্পতিবার ভোর ৪টায় রেণুগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে সদর থানাধীন পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুয়াকাটা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে আনুমানিক ১ কোটি ৫৫ লাখ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা।

অভিযানের সময় রেণুর প্রকৃত মালিক শনাক্ত করা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকচালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জব্দকৃত রেণুগুলো পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা ও মৎস্য সম্পদ সুরক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা