গুমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ১৪:৫৮| আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৫:৩১
অ- অ+

গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, 'বিভিন্ন সংস্থায় কর্মরত সেনা সদস্যরা সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকেন না। তবুও যদি কারও বিরুদ্ধে গুমের মতো গুরুতর অভিযোগ ওঠে, তাকে আইনের আওতায় আনা হবে।'

তিনি বলেন, 'ইতোমধ্যে কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়া গেছে। সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।'

জুলাই আন্দোলনে চিকিৎসাসেবা:

জুলাই মাসের আন্দোলনে আহতদের চিকিৎসাসেবার বিষয়েও তথ্য দেন কর্নেল শফিকুল ইসলাম। তিনি জানান, সেনা নিয়ন্ত্রিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ পর্যন্ত ৪ হাজার ৭৯০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ২২ জন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি আছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা:

ব্রিফিংয়ে সেনাবাহিনীর জননিরাপত্তা কার্যক্রম তুলে ধরে কর্নেল শফিকুল ইসলাম বলেন, 'সম্প্রতি রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং দমনেও অভিযান চলছে। এখন পর্যন্ত ৪০০ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।'

পার্বত্য এলাকায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কেও তথ্য দেন শফিকুল ইসলাম। তিনি বলেন, 'সম্প্রতি পরিচালিত অভিযানে ২৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।'

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা