স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির খান

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১৯:৫৯
অ- অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৪ জুলাই) বিকালে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এই ভাবে নির্বাচনে যেই আসুক তাকে স্বাগত জানানোর কথাও জানান তিনি।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ(বাপেক্স) আয়োজিত এই সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম প্রমুখ।

পরিদর্শন শেষে তিনি মাদারগঞ্জের সৌর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার কথা জানান।

উল্লেখ, জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়ায় চলতি বছরের (২৪ জানুয়ারি) গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ৬ একর জমির উপর প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা। ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১৯৮০ সালের সাইসমিক সার্ভের পর জাপানি সার্ভেসহ দুইটি সার্ভের পর এই খনন কাজ শুরু হয়।

তিন মাসের খনন কাজ শেষে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছিল বলে জানিয়েছিলো বাপেক্স কর্তৃপক্ষ।

(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা