কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার (৯ জুলাই) রাত পৌনে ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।
তিনি জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ বন্যা পরিস্থিতি অবনতি এবং ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ফলে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সব কলেজের শিক্ষার্থীদের যেন ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এদিকে বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গত ২৬ জুন সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
(ঢাকা টাইমস/০৯জুলাই/এসএ)

মন্তব্য করুন