সীমান্তে নমনীয়তা নয়, কঠোর পেশাদারিত্ব বজায় রাখতে হবে: বিজিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১৭:৪৩| আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:০১
অ- অ+

দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে—তবুও দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ কেন্দ্র ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি)’ বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘নবীন সৈনিকেরা কখনো দেশবাসীকে হতাশ করবে না। তাদের প্রদত্ত নিশ্ছিদ্র নিরাপত্তা দেশের মানুষের নিরাপদ ঘুম নিশ্চিত করবে। তারা হবে সীমান্তের নির্ভরতার প্রতীক।’

তিনি আরও বলেন, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে শুধু সীমান্ত রক্ষা নয়, বরং মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ এবং নারী ও শিশু পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনেও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও বিজিবি নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ তৎকালীন ইপিআরের ৮১৭ জন বীর যোদ্ধা এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করেন বিজিবি মহাপরিচালক। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা—এই চারটি মূলমন্ত্র ধারণ করে তোমাদেরকে যে কোনো দায়িত্বে সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। সততা, নির্ভরযোগ্যতা, তেজ ও পেশাগত দক্ষতা বাহিনীর গৌরব ও ভাবমূর্তির মাপকাঠি।’

নবীন নারী সৈনিকদের দিকেও বিশেষভাবে দৃষ্টি দিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগ ইতিহাসে অনন্য। নবীন নারী সৈনিকরাও সততা ও নিষ্ঠার সঙ্গে বিজিবির সুনাম বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন মহাপরিচালক।

তিনি নবীনদের কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সীমান্তে দায়িত্ব পালনের সময় প্রতিপক্ষ বাহিনীর প্রতি নমনীয়তার কোনো সুযোগ নেই। তোমাদের সততা ও নিষ্ঠার ওপরই বিজিবির ভবিষ্যৎ নির্ভর করে।’

অবশেষে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা প্রয়োজনে জীবন দেবে—তবু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবে না। দেশের সেবায় তোমাদের অঙ্গীকারই জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা