বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে নবীন সৈনিকদের শপথ গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভাষণে বিজিবি মহাপরিচালক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ইপিআর সদস্য এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করেন।
নবীনদের উদ্দেশ্যে দেওয়া দিকনির্দেশনামূলক ভাষণে মহাপরিচালক বলেন, ‘শৃঙ্খলা, মনোবল, ভ্রাতৃত্ববোধ ও দক্ষতা—এই চার মূলমন্ত্র ধারণ করেই বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। সততা, আনুগত্য ও ত্যাগই বাহিনীর সাফল্যের মূল চাবিকাঠি।’
নারী সৈনিকদের প্রতি বিশেষ অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান ইতিহাসে অবিস্মরণীয়। আজকের নারী সৈনিকরাও সেই পথ ধরে দেশের সুরক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
তিনি নবীনদের সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রয়োজনে জীবন দেবেন, তবু দেশের এক ইঞ্চি মাটিও যেন হাতছাড়া না হয়। আপনারাই সীমান্তের আস্থার প্রতীক, আপনাদের ঘামে ভিজে দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাবে।’
অনুষ্ঠানে বিজিবির সেরা নবীন রিক্রুট হিসেবে চৌকস রিক্রুট বক্ষ নম্বর-৫৭৪ সাইফ মিয়াসহ অন্যান্য ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন বিজিবি মহাপরিচালক।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি শুরু হওয়া এই ব্যাচের ২৪ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে মোট ৬৯৪ জন নবীন সৈনিক—যাদের মধ্যে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী রয়েছেন।
অনুষ্ঠান শেষে আকর্ষণীয় ট্রিক ড্রিল ও মনোজ্ঞ ব্যান্ড ডিসপ্লের মধ্য দিয়ে শেষ হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। এতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন