চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব–২০২৫’ শীর্ষক ট্র্যাফিক কন্ট্রোল বিষয়ক একটি জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত আয়োজিত এই প্রশিক্ষণে চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে ট্র্যাফিক আইন, নিরাপদ রাস্তা পারাপার, হর্ন ব্যবহারের সঠিক নিয়ম, দুর্ঘটনার কারণ ও প্রতিকার, যানজট নিরসন, ট্র্যাফিক চিহ্ন ও লাইটের পরিচিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রায়োগিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় বক্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে তরুণ প্রজন্ম নিরাপদ সড়ক এবং আইন মানার অভ্যাস গড়ে তোলে।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএম)
মন্তব্য করুন