এসএসসি পরীক্ষা: শতভাগ ফেল করা সেই স্কুলে এবার সবাই পাস

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করায় আলোচনায় এসেছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। তবে এক বছরের ব্যবধানে দৃশ্যপট বদলে গেছে। চলতি বছর এ বিদ্যালয়ের সব পরীক্ষার্থী এসএসসিতে পাস করেছে।
জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে আটজন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছয়জন বিজ্ঞান বিভাগ ও দুজন মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
অথচ ২০২৪ সালে একই বিদ্যালয় থেকে ৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, আমরা সবসময় শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট। গতবারের ফলাফল আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কঠোর পরিশ্রম করেছে। মহান আল্লাহর রহমতে এবার শতভাগ পাসের সঙ্গে একটি জিপিএ-৫ও অর্জন করতে পেরেছি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, গত বছর বিদ্যালয়টির হতাশাজনক ফলাফলের পর আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছিলাম। তারা আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করেছেন। এজন্য আমি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
(ঢাকাটাইমস/১০জুলাই/এলকে)

মন্তব্য করুন