যাত্রাবাড়ী ফ্লাইওভার

ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে—আট মাসের গর্ভে থাকা শিশুটিও হারিয়ে গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১৫:১৮| আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৫:৩৩
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে মঞ্জিল পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় মেহেরুন্নেসা ভূমি (২২) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্বামী মুসা কালিমুল্লাহ ও অপর এক মোটরসাইকেল আরোহী রানা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে ফ্লাইওভারের উপরে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেল দুটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় মঞ্জিল পরিবহনের একটি বাস। এতে মেহেরুন্নেসা ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী কালিমুল্লাহ বলেন, `আমরা আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছিলাম স্ত্রীকে চিকিৎসক দেখাতে। যাত্রাবাড়ী ফ্লাইওভারে থেমে থাকা অবস্থায় হঠাৎ পিছন থেকে বাসটি এসে ধাক্কা দেয়। স্ত্রী ছিটকে পড়ে এবং আমরা দু’জনই আহত হই।'

নিহত মেহেরুন্নেসার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামে। রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় ভাড়া থাকতেন তারা। তাদের একটি ছোট কন্যাসন্তান রয়েছে।

আহত রানা মাদারীপুর জেলার শিবচরের বাইরের কান্দি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর কদমতলীতে বসবাস করছেন। দুর্ঘটনায় তিনিও মারাত্মক আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা