বাবার কবর জিয়ারতে গিয়ে প্রাণ গেল ছেলের

কুমিল্লার মনোহরগঞ্জে বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন মো. বিল্লাল হোসেন (২৪) নামে এক প্রবাসী। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলার লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাচি গ্রামের নাহার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন সকালে একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিল্লালের বাবা মনু মিয়া (৬০)। বাবার মৃত্যুর খবর শুনে বিল্লাল সৌদি আরব থেকে ছুটে আসেন দেশে। দেশে ফিরে বাবার কবর জিয়ারতের সিদ্ধান্ত নেন তিনি। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার সময় বিপুলাসার বাজারে সড়ক দুর্ঘটনার শিকার হন বিল্লাল। প্রত্যক্ষদর্শীদের না থাকায় ঠিক কোন পরিবহনটি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. হারুন জানান, বিল্লালের বাড়ি তাঁর পাশেই। তিনি বলেন, ফজরের নামাজের পর ওর বাবার কবর জিয়ারত করে ফেরার সময়ই দুর্ঘটনাটি ঘটে। রাস্তা ফাঁকা ছিল, তাই কোনো যানবাহনের শনাক্ত মেলেনি। এমন মৃত্যু খুবই বেদনাদায়ক।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি হাইওয়ে পুলিশ ও পাঁড়ি ফাঁড়ির ইনস্পেক্টরকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।
(ঢাকা টাইমস/১০জুলাই/এসএ)

মন্তব্য করুন