সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ২২:১১
অ- অ+

সোনারগাঁও ইউনিভার্সিটির আয়োজনে রাজধানীর গ্রীনরোড ও মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলা শুরু হয়েছে। গ্রীনরোডস্থ প্রধান ক্যাম্পাসে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মাবুদ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক মোল্লা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ।

ভর্তি মেলায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আর্কিটেকচারসহ বিভিন্ন বিভাগে ভর্তি চলছে।

এছাড়া ব্যবসায় অনুষদে বিবিএ, এমবিএ (রেগুলার ও বিশেষায়িত প্রোগ্রাম যেমন মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং), ব্যাংক ম্যানেজমেন্ট মাস্টার্স এবং কলা ও মানবিক অনুষদে এলএলবি, এলএলএম, বাংলা, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজেও ভর্তি চলছে।

বিশ্ববিদ্যালয় জানায়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফিতে ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপসহ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ভর্তি হলেই শিক্ষার্থীরা পাবেন আকর্ষণীয় ব্যাগ, ফ্রি পরিবহন সুবিধা এবং অন্যান্য নানা সুযোগ-সুবিধা।

সোনারগাঁওয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিভার্সিটিতে দিনের পাশাপাশি সান্ধ্যকালীন ক্লাসের সুযোগ রয়েছে, যা চাকরিজীবী ও ডিপ্লোমাধারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। প্রতিটি বিভাগের আধুনিক ও সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রস্তুত।

ভর্তি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে আগামী ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭৮০৩৩০০৪৪

(ঢাকা টাইমস/১০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা