শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ২৩:৪৯| আপডেট : ১০ জুলাই ২০২৫, ২৩:৫৭
অ- অ+

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলো তাদের দীর্ঘদিনের কৃতিত্ব ও শিক্ষা মান বজায় রেখে আবারও অসাধারণ ফলাফল অর্জন করেছে।

সারাদেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৫৭৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ৫৭১ জনই অর্জন করেছে সর্বোচ্চ গ্রেড—জিপিএ-৫। ফলে পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.১৩ শতাংশ। যদিও ২০২৪ সালে এই হার ছিল ৯৯.৬৭ শতাংশ, তবে চলতি বছরের সাফল্যও অনবদ্য এবং ঈর্ষণীয়।

ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজগুলোতে শুধু একাডেমিক উৎকর্ষই নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রাখা হয়।

ক্যাডেটদের এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনা, কলেজের সুশৃঙ্খল আবহ, কঠোর পাঠ পরিকল্পনা এবং নিয়মিত মনিটরিং। পাশাপাশি কলেজ প্রশাসনের পেশাদার তদারকি, অভিভাবকদের সহযোগিতা এবং ক্যাডেটদের নিরলস পরিশ্রম ও আত্মবিশ্বাস এই ফলাফলের ভিত্তি গড়ে তোলে।

বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক পরিবেশে নেতৃত্ব প্রদানে ক্যাডেটরা যেন এগিয়ে থাকতে পারে, সেই লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সংযোজন করা হচ্ছে ক্যাডেট কলেজগুলোতে। এই ফলাফল তারই এক উজ্জ্বল প্রমাণ।

ক্যাডেট কলেজগুলোর এই সফলতা দেশের শিক্ষা ব্যবস্থার গর্ব এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

​​

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা