শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলো তাদের দীর্ঘদিনের কৃতিত্ব ও শিক্ষা মান বজায় রেখে আবারও অসাধারণ ফলাফল অর্জন করেছে।
সারাদেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৫৭৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ৫৭১ জনই অর্জন করেছে সর্বোচ্চ গ্রেড—জিপিএ-৫। ফলে পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.১৩ শতাংশ। যদিও ২০২৪ সালে এই হার ছিল ৯৯.৬৭ শতাংশ, তবে চলতি বছরের সাফল্যও অনবদ্য এবং ঈর্ষণীয়।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজগুলোতে শুধু একাডেমিক উৎকর্ষই নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রাখা হয়।
ক্যাডেটদের এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনা, কলেজের সুশৃঙ্খল আবহ, কঠোর পাঠ পরিকল্পনা এবং নিয়মিত মনিটরিং। পাশাপাশি কলেজ প্রশাসনের পেশাদার তদারকি, অভিভাবকদের সহযোগিতা এবং ক্যাডেটদের নিরলস পরিশ্রম ও আত্মবিশ্বাস এই ফলাফলের ভিত্তি গড়ে তোলে।
বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক পরিবেশে নেতৃত্ব প্রদানে ক্যাডেটরা যেন এগিয়ে থাকতে পারে, সেই লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সংযোজন করা হচ্ছে ক্যাডেট কলেজগুলোতে। এই ফলাফল তারই এক উজ্জ্বল প্রমাণ।
ক্যাডেট কলেজগুলোর এই সফলতা দেশের শিক্ষা ব্যবস্থার গর্ব এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন