দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার করে নির্বাচন হতে হবে। কিন্তু, বর্তমান সরকার এর কোনোটি এখনো দৃশ্যমান করেনি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম যেন না হয়। আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের ছেলে-মেয়েরা চাকরি পাবেন। দেশে কোন অন্যায় দুর্নীতি থাকবে না। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস থেকে দেশকে মুক্তি দিতে চাই।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র দশমদিনে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে নড়াইল পুরাতন বাস টার্মিনাল চত্বরে মুক্ত মঞ্চে এনসিপি নড়াইল জেলা শাখার আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল নতুন দেশ গড়ার জন্য, প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য। তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ গড়ার আহ্বান নিয়ে মাঠে নেমেছিল। আমাদের স্বপ্ন-দলমত নির্বিশেষে নতুন করে দেশ গড়বো। কিন্তু, আমরা আস্থা রাখতে পারিনি। অনেকেই এখন গণ অভ্যুত্থানকে স্বীকার করতে চান না।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছি। তা আদায় করতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ আমলে নির্বাচন কমিশনরা দিনের ভোট রাতে করেছে। তাদের মধ্যে নির্বাচন কমিশনার হুদার অবস্থা কি তা আপনারা জানেন। জুতার মালা গলায় নিয়ে কারাগারে গিয়েছে। তিনি বলেন, আমরা শুনছি শাপলা প্রতীক আমাদের দেয়া হবে না। নির্বাচন কমিশন মিটিং করার আগেই কিভাবে এই খবর প্রচার হলো ? আপনাদের (নির্বাচন কমিশন) রিমোট কন্ট্রোল কাদের হাতে তা আমরা জানি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, মাহবুবা সুলতানা রিমি।
(ঢাকা টাইমস/১০জুলাই/এসএ)

মন্তব্য করুন