ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ০০:৪৮| আপডেট : ১০ জুলাই ২০২৫, ০০:৪৯
অ- অ+

রাজধানীর বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এ অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‍্যাব-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল সকাল ১১টায় র‍্যাব-১ এর উত্তরা কার্যালয়ে সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়েছে। সেখানে র‍্যাব-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

র‍্যাব জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
সুরের মূর্ছনায় ‘মায়াবী সন্ধ্যা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা