ইউআইইউ এলাকায় র্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১০জুলাই/এলএম)

মন্তব্য করুন