বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

অতি ভারি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাত পৌনে ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেনী জেলার কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবিক দিক বিবেচনায় এনে আমরা বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৬টি জেলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। পানি বৃদ্ধি পাওয়ায় বহু শিক্ষার্থী ও কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-পরীক্ষকরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পারবে না—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, বিষয়টি নিশ্চিত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের সই করা একটি বিজ্ঞপ্তিও এরইমধ্যে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন আগামীকাল ১০ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/৯জুলাই/এলকে)

মন্তব্য করুন