সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ২৩:২৯
অ- অ+

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের নামে থাকা ঢাকার উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির উপর নির্মিত ছয়তলা বাড়ি এবং রাজবাড়ীর পাংশার নারানপুরে তিনতলা বাড়িসহ মোট ৮০ দশমিক ৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোজাম্মিল হোসেনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করা হয়।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জিল্লুল হাকিমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস ছাড়াই বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুদকের তদন্তে জানা যায়, তিনি ঢাকা ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তদন্ত চলাকালে তার এসব সম্পদের উপর নিষেধাজ্ঞা জারি করে জব্দের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এমতাবস্থায়, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা অনুসারে আদালত সংশ্লিষ্ট সম্পত্তিগুলো জব্দ করার আদেশ দেন। তবে তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে দুদক জানিয়েছে।

(ঢাকা টাইমস/০৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিস্তার পানি বেড়ে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বন্যার শঙ্কায় চরের মানুষ
ফিরে দেখা ২১ জুলাই: কারফিউ, মৃত্যু, আগুন ও হাকোর্টের রায়
ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধ করে কাঁঠালের বীজ, শরীরের হিমোগ্লোবিনও বাড়ায়
চার বিভাগে ভারী বৃষ্টিসহ সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা