নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১৪:৩৩| আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৫:০১
অ- অ+

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন, তারা ভবিষ্যতে কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, "আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও যদি মানবতাবিরোধী অপরাধে প্রমাণ মেলে, তাহলে আইনের আওতায় আনা সম্ভব। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। এমনকি দল হিসেবে আওয়ামী লীগের বিচারও সম্ভব যদি মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়।"

মব জাস্টিস বা গণপিটুনি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটা বিচার বিভাগের প্রতি অনাস্থার প্রকাশ নয়, বরং গত ১৭ বছরের জমে থাকা ক্রোধের বহিঃপ্রকাশ। তবে এই রাগ বা প্রতিক্রিয়া সমীচীন নয়।”

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, “আবু সাঈদ কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। জুলাইয়ের শহীদরা রাজনৈতিক পরিচয়ের বাইরে নাগরিক প্রতিনিধি ছিলেন। তারা স্বৈরশাসনের শিকার হয়ে রাস্তায় নেমেছিলেন এবং নিজেদের অধিকার আদায়ে জীবন দিয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ‘জুলাই আন্দোলন’কে গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

(ঢাকাটাইমস/৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ির ক্ষেত থেকে লাশ উদ্ধার যুবদল নেতার
মায়ের মৃত্যুতে মাহমুদুর রহমানের বাড়িতে গেলেন মির্জা ফখরুল
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা