পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ১৪:৩৭
অ- অ+

রাজবাড়ীর পাংশায় এক তরুণীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি শাহাদাৎ মন্ডলকে (২৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন দুপুরে র‍্যাব-১০'র সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ভিকটিম দীপা রানী পাল (২১) রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা। তার স্বামী সিঙ্গাপুরে প্রবাসে ছিলেন। এই সুযোগে আসামি সাগর বিশ্বাস (২১) তাকে উচ্চাকাঙ্ক্ষা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ১১ জুন শাহাদাৎ মন্ডলসহ অন্যদের সহায়তায় স্বামীর বাড়ি থেকে নিয়ে যায়। পরে বিয়ের প্রস্তাব দিলে সাগর তা প্রত্যাখ্যান করে এবং পুনরায় দীপাকে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়। পরদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে দীপা আত্মসম্মানের কারণে স্বামীর ঘরের সিলিং ফ্যানের রডে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর নিহতের বাবা পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর কাছে অধিযাচনপত্র পাঠান।

র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, “এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামি আজ সকালে শাহাদাৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা