মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক

রাজধানীর মিরপুর এলাকার শাহ আলী থানাধীন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর সফল অভিযানে এক শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মুহাম্মাদ জুম্মন (৬৮) নামের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, মুহাম্মাদ জুম্মনের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। অভিযানের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন