মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে মব জাস্টিসকে বাধা হিসেবে দেখছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মব জাস্টিস ও নৈরাজ্য বন্ধ না হলে তার দলের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে। আগে সুষ্ঠু পরিবেশ, তারপর নির্বাচন।
শুক্রবার সকালে সৈয়দপুর বিমান বন্দরে ডা. শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি সৈয়দপুর থেকে রংপুরে যান সেখানে আয়োজিত একটি জনসভায় যোগ দিতে।
জামায়াতের আমির বলেন, ‘পাটগ্রামসহ সারা দেশে আমাদের চোখের সামনে যে পরিস্থিতি বিরাজ করছে, এ অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ শুধু পাটগ্রামেই নয়, সারা দেশে মব জাস্টিস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এই পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন- এমন প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তবেই নির্বাচন। পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।’
নির্বাচনের আগে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।’

মন্তব্য করুন