গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১৪:৫৭
অ- অ+

রাজধানীর গ্রীন রোডে ছিনতাইয়ের চেষ্টাকালে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় সন্দেহজনক হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। গ্রেপ্তার আসামির নাম, মো. শরীফ।

বৃহস্পতিবার রাতে কলাবাগান থানাধীন কাঠালবাগান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার দুপুরে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রাত ৩টার দিকে কাঠালবাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয়দের সহায়তায় শরীফ নামের ওই যুবককে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে গ্রিন রোডে মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরাকে ছুরিকাঘাতের সঙ্গে এই আসামি জড়িত রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার ছিনতাইকারী। গত মার্চে পশ্চিম পান্থপথ এলাকায় একটি ছিনতাই সংঘটিত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত বুধবার রাতে খাগড়াছড়ি থেকে ঢাকায় আসেন রিনা ত্রিপুরা। সেদিন ভোরবেলায় নর্থ সার্কুলার রোডে মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে দুই ছিনতাইকারী তার রিকশার গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা রিনার মাথা ও ডান কাঁধে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ, দুই হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। কলেজের শিক্ষকদের কাছে খবর পেয়ে রিনাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা