শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১৫:৪৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন এলাকায় একটি লাউঞ্জের বাইরে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শিকাগো অ্যাভিনিউতে শহরের রিভার নর্থ এলাকায় চলন্ত একটি গাড়ি থেকে জনতার ওপর গুলি ছোড়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ১৩ জন নারী ও ৫ জন পুরুষ, যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে।

স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পরপরই গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শিকাগো পুলিশ সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং জনগণকে গোপনে তথ্য দেওয়ার অনুরোধ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, জনপ্রিয় র‍্যাপার মেলো বাকজ স্থানীয় সময় বুধবার রাতে তার নতুন অ্যালবামের মুক্তি উপলক্ষে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

পুলিশ সুপারিনটেনডেন্ট স্নেলিং জানান, তদন্তকারীরা এখনো ঘটনাটির মোটিভ শনাক্ত করার চেষ্টা করছেন।

ঘটনাস্থল থেকে দুই ধরনের গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যার ফলে ধারণা করা হচ্ছে, একাধিক হামলাকারী জড়িত ছিল। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

আর্টিস লাউঞ্জ জানিয়েছে, তারা পুলিশকে তদন্তে সহায়তা করছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা লাউঞ্জটি বন্ধ রাখবে।

(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি মৌসুমে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চবির ৩ শিক্ষার্থী ভেসে গেলেন, ১ জনের মৃত্যু
বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা