চলতি মৌসুমে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১৩:১২| আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৩:১৯
অ- অ+

ফেনীতে ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বৃষ্টিপাতে শহরে জলাবদ্ধতা ও নদীতে ভাঙন দেখা দিয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা হতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার মধ্যে এ বৃষ্টিপাত হয়।

জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন অ্যাকাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। এছাড়া টানা বৃষ্টিতে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, সীমান্তবর্তী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানি বাড়ছে। তবে এখনও তা বিপদ সীমার নিচে রয়েছে। তবে ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মঙ্গলবার সকালে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদী গর্ভে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের ফলে এর আগেও মুহুরী নদীর পাড় ভেঙে কয়েকটি দোকান ঘর নদীগর্ভে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে দুটি দোকান নদীতে ভেঙে পড়েছে।

(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা