নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ০১:৪৭
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে দোয়ারীপাড়াসহ দেশের প্রতিটি এলাকার সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে।

আজ সোমবার সন্ধ্যায় পল্লবীর নিজ নির্বাচনী এলাকা দোয়ারীপাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

দোয়ারীপাড়া ও আণবিক শক্তি এলাকার স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, সবার পরামর্শ, মতামত ও সহযোগিতা নিয়েই আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। মাদকের বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লা দোয়ারীপাড়ার পানির সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন। ইসমাইল হোসেন দোয়ারীপাড়ায় একটি স্থায়ী বাজার স্থাপনের দাবি জানান।

জুয়েল ইসলাম এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলের পাশাপাশি একটি বাজার স্থাপনের দাবি জানান।

কামাল হোসেন নামের একজন বাসিন্দা ড্রেনেজ ব্যবস্থা ও ইস্টার্ন হাউজিং সংযোগ কালভার্ট নির্মাণের জন্য সহযোগিতা চান।

এলাকাবাসী আমিনুল হককে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে- এমন আশাবাদ ব্যক্ত করে সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন মোল্লা পুনর্বাসনের প্লট সংক্রান্ত দাবিসহ সব দাবিতে বিএনপি নেতার সহযোগিতা চান।

(ঢাকাটাইমস/৮জুলাই/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা