দেশের মাটিতে ভারতীয় আওয়ামী অধ্যায় সমাপ্ত: জাগপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১৯:৪৮
অ- অ+

দীর্ঘ ১৬ বছর নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচারে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি বলে মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা বলেছেন, নারায়ণগঞ্জের মতই সারা দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। দেশের মাটিতে ভারতীয় আওয়ামী অধ্যায় সমাপ্ত।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে মাসব্যাপী কর্মসূচির চতুর্থ দিন শুক্রবার নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় এ কথা বলেন জাগপার নেতা।

গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নারায়ণগঞ্জের মতই সারা দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। আগামী নির্বাচনে ভারতীয় প্রভাব চলবে না, আওয়ামী প্রহসন চলবে না। দেশের মাটিতে ভারতীয় আওয়ামী অধ্যায় সমাপ্ত।

পথসভায় জাগপা নেতারা বলেন, শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে ফেরত আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে।

নেতারা আরও বলেন, আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও হবে, হিন্দুস্তানের কোনো অধিকার নাই গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার।

পথসভায় আরও বক্তব্য দেন যুব জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এস কে আরিয়ান শরীফ, সাধারণ সম্পাদক মাহবুব আলম নীরব, সহ-সভাপতি মোঃ হানিফ, প্রচার সম্পাদক মো. মাসুম, দপ্তর সম্পাদক মো. সাইফুল, ক্রীড়া সম্পাদক মো. অপু প্রমুখ। (ঢাকাটাইমস/৪জুলাই/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ির ক্ষেত থেকে লাশ উদ্ধার যুবদল নেতার
মায়ের মৃত্যুতে মাহমুদুর রহমানের বাড়িতে গেলেন মির্জা ফখরুল
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা