আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ১২:২৮| আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:৪৪
অ- অ+

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ ও আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

অধ্যাপিকা মাহমুদা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন খ্যাতনামা কলেজে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকতা করেছেন।

রবিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ, ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শিক্ষাক্ষেত্রে তার অবদান ও সমাজে তার গ্রহণযোগ্যতা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে।

(ঢাকাটাইমস/৬ জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ইসি
নোয়াখালীতে ৬ দফা দাবিতে পল্লীবিদ্যুৎ মিনি ঠিকাদারদের মানববন্ধন
জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা