যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং বলেছেন, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। এ দলের এমন কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না যে আওয়ামী স্বৈরশাসক রোষানলে পড়েনি। তারপরও অন্যায়ের সাথে কোনো আপস নেই। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সে যত ত্যাগী নেতাই হোক।
শুক্রবার বিকালে ঢাকা-১৫ সংসদীয় আসন (কাফরুল-মিরপুর) উদ্যোগে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়নে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। মিরপুর-১০ থেকে শুরু করে সেনপাড়া, কাজীপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত এবং সর্বশেষ রজনীগন্ধা টাওয়ারে গিয়ে কর্মসূচি শেষ হয়। এসময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তেনজিং বলেন, বিএনপির কোন নেতাকর্মী অপকর্মে লিপ্ত হলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজি দৃশ্যমান। কিন্তু তাদের বিষয়ে সে সংগঠনগুলো কোন সাংগঠনিক ব্যবস্থা নেয় না। বরং নিজেদের অপকর্মে ঢাকতে বিএনপির বিরুদ্ধে নানান অপপ্রচারে লিপ্ত।
তিনি বলেন, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ১৭ বছর আন্দোলন করেছে। ভোটের অধিকার নিশ্চিত করতে নিজেদের বুকের রক্ত দিয়েছে। তারপরও এই নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন নিয়ে পাঁয়তারা করছেন তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।
(ঢাকা টাইমস/০৪জুলাই/জেবি/এসএ)

মন্তব্য করুন