যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন গৃহকর্মী কিশোরী রয়েছে।
নিহতরা হলেন—বৃষ্টি আক্তার ইয়াসমিন পুতুল (১৬), পেশায় গৃহকর্মী; কাউসার হোসেন রাজু (২৮) এবং মো. নাদিম (৩৬)। পুলিশ জানায়, তাদের মরদেহ নিজ নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশের একটি সূত্র জানান, নিহত গৃহকর্মী পুতুলের মরদেহ শেখদী এলাকা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অন্যদিকে, মাতুয়াইল উত্তরপাড়া থেকে কাউসার হোসেন রাজু এবং মুগদার মানিকনগর এলাকা থেকে মো. নাদিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দুটি ঘটনাকেই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ, তবে হত্যার কোনো আলামত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের স্বার্থে নিহতদের পরিবার ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৪জুলাই/এলএম)

মন্তব্য করুন