প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০

প্রবল বৃষ্টিতে গুজরাট ৪৫ বছরের পুরোনো ব্রিজ ভেঙে পড়ল। আচমকা খেলনা গাড়ির মতো ব্রিজের ভাঙা অংশ দিয়ে নদীতে ছিটকে পড়ল গাড়িগুলি। ভদোদরা গম্ভীরা ব্রিজের একাংশ ভেঙে মহীসাগর নদীতে চোখের নিমিষে তলিয়ে যায় পাঁচটি গাড়ি। বুধবার সকালের ওই দুর্ঘটনায় কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে, আহত অনেক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে, যার তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা।
আনন্দ জেলার সংসদ সদস্য মিতেশ পটেল জানান, এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, "উদ্ধার অভিযান এখনও চলছে। ভদোদরা ও আনন্দ জেলার জেলা প্রশাসন যৌথভাবে এটি পরিচালনা করছে।"
ঘটনাটি ঘটেছে পাদরা-মুজপুর রোডে, যা মধ্য গুজরাট ও সৌরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রুট। দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটি ট্রাক, একটি ভ্যান ও একটি প্রাইভেট কার সেতুটি পার হচ্ছিল যখন এটি হঠাৎ ধসে পড়ে, ফলে যানবাহনগুলো নদীতে পড়ে যায়।
সেতু ধসের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি পরিষেবাগুলিকে খবর দেন। পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সেতুটি ধসে পড়ে। তিনি বলেন, “সেতুর একটি অংশ হঠাৎ করে ভেঙে পড়ে। ঐ সময়ে তিনটি গাড়ি ওই অংশ দিয়ে পার হচ্ছিল, যা সরাসরি নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত ১০ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে।”
ধসে পড়া সেতুটি ভদোদরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সৌরাষ্ট্রমুখী যানবাহনের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিজনের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।
(ঢাকাটাইমস/৯ জুলাই/এলএম)

মন্তব্য করুন