তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ১৬:৩৩
অ- অ+

প্রতিদিন তামাকজনিত কারণে ৪৪২ জন মানুষের মৃত্যু রোধ এবং তামাকমুক্ত সুস্থ জাতি গঠনের আহ্বানে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সমাবেশ ও প্রতীকী কফিন র‍্যালি।

বুধবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তামাক বিরোধী ১৭টি সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে প্রতীকী কফিন বহন করে একটি র‍্যালি বের করা হয়, যা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

বক্তারা জানান, বাংলাদেশে ১৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে তামাক ব্যবহারের হার ৩৫.৩ শতাংশ। তামাক ব্যবহারের কারণে প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষ পঙ্গু হন এবং ৪২.৭ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। আমেরিকান ক্যান্সার সোসাইটির এক গবেষণায় দেখা যায়, ২০১৭-১৮ অর্থবছরে তামাকের কারণে দেশের আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, যা ওই সময়ের রাজস্ব আয়ের চেয়ে অনেক বেশি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান আইনে তামাক পণ্যের প্রচার ও বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও, তামাক কোম্পানিগুলো নানা কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব বহুজাতিক কোম্পানিকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, দ্রুত সময়োপযোগী ও শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন পাস করা গেলে একদিকে পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে, অন্যদিকে তরুণ সমাজকে তামাকের নেশা থেকে বিরত রাখা যাবে। এতে তামাকজনিত মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে যেসব বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়, তার মধ্যে রয়েছে—ধূমপানের নির্ধারিত এলাকা বিলুপ্ত করা, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা, খুচরা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ, ই-সিগারেট ও হিটেড টোব্যাকো পণ্য নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম বন্ধ এবং তামাক পণ্যের প্যাকেটে সতর্কবার্তার পরিমাণ ৫০ থেকে ৯০ শতাংশে উন্নীত করা।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, প্রত্যাশার হেলাল আহমেদ, এইড ফাউন্ডেশনের আবু নাসের অনিক, টিসিআরসির ফারহানা জামান লিজা, বিএনটিটিপি’র হামিদুল ইসলাম হিল্লোল, তামাক বিরোধী নারী জোটের সিমা দাস শিমু, মানসের উম্মে জান্নাত, নারী মৈত্রীর নাসরিন আক্তার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. অরুনা সরকার, ডাব্লিউবিবি ট্রাস্টের মিঠুন বৈদ্য এবং আহছানিয়া মিশনের ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং-এর সমন্বয়কারী মারজানা মুনতাহা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা