তেজগাঁওয়ে ফুটপাতের দোকান-রিকশা গ্যারেজে চাঁদাবাজির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১৬:২৭
অ- অ+

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা এনামুল হাসানের বিরুদ্ধে ফুটপাতের দোকানদার ও রিকশা গ্যারেজ মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, বটতলা ইউনিট যুবদলের সেক্রেটারি এনামুল হাসান নিয়মিতভাবে ঢাকা পলিটেকনিক লতিফ হলের সামনের রাস্তা থেকে শুরু করে মধ্য বেগুনবাড়ী পোস্ট অফিসের মোড় পর্যন্ত এলাকার ফুটপাত-সংলগ্ন দোকান এবং রিকশা গ্যারেজ থেকে চাঁদা আদায় করে আসছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক দোকানদার ও রিকশা-ভ্যান গ্যারেজের মালিক বলেন, "তাকে দলের লোকজন চালানোর জন্য আমাদের নির্দিষ্ট হারে টাকা দিতে হয়। না দিলে দোকান ভেঙে দেয়ার হুমকি আসে। এই এলাকায় থেকে ব্যবসা গুটিয়ে নিতে বলে।

অভিযোগ রয়েছে, এনামুল হাসান রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এইসব অবৈধ চাঁদাবাজি করে আসছেন, অথচ স্থানীয় প্রশাসন নির্বিকার।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শিল্পাঞ্চল থানার একজন কর্মকর্তা জানান, "আমরা অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

স্থানীয়দের দাবি, এই অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।

অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত এনামুলকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা