মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ২৩:০৪
অ- অ+

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় ঢাকা-কুমিল্লাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মেহেদি হাসান (২৯) ও মাহামুদুল হাসান (৩১)। তারা দুজনেই চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে মোটরসাইকেলটির দুই আরোহী ছিটকে সামনে থাকা আরেকটি বাসের সাথে ধাক্কা খান। ঘটনাস্থলেই মেহেদি হাসানের মৃত্যু হয়। আহত অবস্থায় মাহামুদুল হাসানকে স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বাসটিকে আটক করা হয়। অভিযুক্ত বাসচালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা