টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, নিখোঁজদের সন্ধান চলছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ০৯:০১| আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:৫৭
অ- অ+

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এখনো শত উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া মৃতদের মাঝে ১৫ শিশুও আছে।

প্রবল বৃষ্টিপাতে টেক্সাস অঙ্গরাজ্যের নদী তীরবর্তী গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার পর শনিবার উদ্ধারকর্মীরা ২৭ জন নিখোঁজ মেয়ের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। ইতোমধ্যে অন্তত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, “আমরা কার কাউন্টিতে ৫১টি মরদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে ২৮ জন প্রাপ্তবয়স্ক এবং ১৫টি শিশু।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত ৮৫০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৮ জন আহত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, তিনি রাজ্যে দুর্যোগ পরিস্থিতি বাড়িয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অতিরিক্ত ফেডারেল সহায়তা চেয়েছেন।

টেক্সাস ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান নিম কিড বলেন, উদ্ধারকারী দল আকাশ, জল এবং স্থলপথে গুয়াদালুপে নদীর বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছে।

তিনি বলেন, “যতক্ষণ না সব নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, ততক্ষণ আমাদের তল্লাশি চলবে।”

উল্লেখ্য, টেক্সাসে বন্যা শুরু হয় শুক্রবার– যা ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের (৪ জুলাই) ছুটির সূচনা– মাত্র কয়েক ঘণ্টার ভারী বর্ষণে গুয়াদালুপে নদী ৪৫ মিনিটে ৮ মিটার (২৬ ফুট) পর্যন্ত বেড়ে যায়।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, আরও বৃষ্টিপাত হতে পারে এবং অতিরিক্ত পানি নদী, খাল, ছোট নদী এবং নিচু এলাকায় মারাত্মক বন্যার সৃষ্টি করতে পারে।

(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা
মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
অবাধ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে: লায়ন ফারুক 
গুলিস্তানের শহীদ মতিউর পার্কের পুকুরে শিশুর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা